BRTC Job Circular 2021 বি আর টি সি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ – পদ, দক্ষতা, যোগ্যতা, বেতন, এবং সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিআরটিসি আবেদন ফরম ২০২১ এর জন্য আমন্ত্রিত হয়েছে বাস ও ট্রাক চালক (অপারেটর গ্রেড-সি) এর পদে আবেদন ফর্ম ২০২১. আগ্রহী প্রার্থীরা এই নিম্নলিখিত পদে এবং সমস্ত যোগ্যতার মানদণ্ড অনলাইনে আবেদনের আগে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি পড়তে পারেন।
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে Bangladesh Road Transport Corporation (বিআরটিসি)। প্রতিষ্ঠানটি ১০৪ জন বাস ও ট্রাক চালক নিয়োগে দেবে।
কাজের সংক্ষিপ্ত বিবরণ
কাজের ধরন | ড্রাইভার |
কাজের জায়গা | সমগ্র বাংলাদেশ। |
বেতন স্কেল | ৯,৩০০-২২,৪৯০/- |
আবেদন ফি | ১৫০ টাকা ব্যাংক ড্রাফড করতে হবে। |
নিয়োগ প্রক্রিয়া | আগামী ১১ এপ্রিলের মধ্যে চেয়ারম্যান বিআরটিসি পরিবহন ভবন ২১ রাজউক এভিনিউ, ঢাকা-১০০০ বরাবার আবেদন পাঠাতে হবে। |
ই মেইল | [email protected] |
অফিসিয়াল ওয়েবসাইট | www.brtc.gov.bd |
কোম্পানির তথ্য | বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) |
ঠিকানা | পরিবহন ভবন ২১, রাজউক এভিনউ, ঢাকা – ১০০০। |
Bangladesh Road Transport Corporation Jobs
চাকরির ধরন | ফুল টাইম |
পদ সংখ্যা | মোট ১০৪ টি |
বয়স সীমা | অনূর্ধ ৩২ বছর ( ১১-৩-২০২১ তারিখে ) |
জাতীয় বেতন স্কেল | জাতিও বেতন স্কেল ২০১৫ এর ১৬ তম গ্রেড ৯,৩০০-২২,৪৯০/- |
শিক্ষা গত যোগ্যতা | আবেদনকারী ন্যূনতম অষ্টম শ্রেণি পাস হতে হবে। |
কাজের অভিজ্ঞতা | কম পক্ষে ২ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। |
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ড্রাইভার পদে কীভাবে আবেদন করবেন
BRTC Job Circular 2021 PDF Download

বাংলাদেশে চাকরির জন্য কি কি কাগজপত্রের প্রয়োজন ?

যে ১০ টি তথ্য দেওয়া হল চাকরির জন্য
চাকরির আবেদনের জন্য আপনার যে কাগজ গুলি প্রয়োজন যেমন
১।জন্ম সনদ কপি
২।ভোটার আইডি কার্ড এর কপি
৩।চারিত্রিক পত্র কপি
৪।জীবন বৃত্তান্ত কপি
৫।পাসপোর্ট সাইজ এর ২ কপি ছবি
6.শিক্ষার প্রশংসা পত্র ছবি
৭।কাজের অভিজ্ঞতা
৮।ড্রাইভিং লাইসেন্স এর কপি
৯।পাসপোর্ট এর কপি
১০।কাগজ ও কলম
Bangladesh Road Transport Corporation Jobs in Bangladesh
স্বীকারোক্তিঃ এখানে উপস্থাপিত সকল তথ্যই দক্ষ ও অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহ করা। যেহেতু কোন মানুষই ভুলের ঊর্দ্ধে নয় সেহেতু আমাদেরও কিছু অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে। সে সকল ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং একথাও উল্লেখ থাকে যে এখান থেকে প্রাপ্ত কোন ভুল তথ্যের জন আমরা কোনভাবেই দায়ী নই এবং আপনার নিকট দৃশ্যমান ভুলটি আমাদেরকে নিম্নোক্ত মেইল / পেজ -এর মাধ্যমে অবহিত করার অনুরোধ জানাচ্ছি। ই-মেইলঃ [email protected] অথবা এইখানে ক্লিক করুন।