(Dhaka University Job Circular 2022) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির অধীন ড. কুদরাত-ই-খুদা হোস্টেলের একটি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বর্ণিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ।DU Job Circular 2022
Dhaka University Job Circular 2022
প্রতিষ্ঠানের নাম | University of Dhaka (DU) |
প্রতিষ্ঠানের ধরন | সরকারি |
চাকরির ধরণ | ফুল টাইম |
চাকরির স্থান | ঢাকা |
পোষ্ট | ১টি |
মোট শূন্যপদ | ১টি |
আবেদনের মাধ্যম | ডাকযোগে |
DU Job Circular 2022 Post Details (পদ ও শিক্ষাগত যোগ্যতা)
- পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১
যোগ্যতা: প্রার্থীকে এসএসসি/এইচএসসি/সমমানে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/জিপিএ ৫.০০–এর স্কেলে ন্যূনতম ৩.০০ এবং সিজিপিএ ৪–এর স্কেলে ন্যূনতম ২.৭৫ সিজিপিএসহ স্নাতক পাস হতে হবে। প্রার্থীকে সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ : (Assistant Professor)
শূন্যপদ (Vacancy):১ জন (স্থায়ী)
বেতন (Salary): ৩৫,৫০০–৬৭,০১০
জাতীয় বেতন স্কেল–২০১৫
Dhaka University Job Age Limit (বয়সসীমা)
বয়সসীমা: ৩০ বছর
Application fees (আবেদন মূল্য): ৭৫০ টাকা মূল্যের পে–অর্ডার/ব্যাংক ড্রাফট
How to Apply Dhaka University Job (আবেদন পদ্ধতি)
সব পরীক্ষা পাসের সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ সাদা কাগজে প্রয়োজনীয় তথ্য উল্লেখ করে আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ওয়ার্ডেন, ড. কুদরাত-ই-খুদা হোস্টেল, ঢাকা বিশ্ববিদ্যালয়।
DU Job Application fees (আবেদন মূল্য): ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির পরিচালকের অনুকূলে ৩০০ টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করার পর রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
Dhaka University Job Date (গুরুত্বপূর্ণ তারিখ)
আবেদন প্রকাশিত হয়েছে | ১৩.২.২০২২ |
আবেদন শুরু | ১৩.২.২০২২ |
আবেদন শেষ | ৩.৩.২০২২ |
Dhaka University Job Apply Links (প্রয়োজনীয় লিঙ্ক)
Official Notice PDF | Download Now |
Official Website | Click Here |
প্রশ্নঃবাংলাদেশে চাকরির জন্য কি কি কাগজপত্রের প্রয়োজন ?
উত্তরঃ১০ টি তথ্য দেওয়া হল চাকরির জন্য
চাকরির আবেদনের জন্য আপনার যে কাগজ গুলি প্রয়োজন যেমন
১।জন্ম সনদ কপি
২।ভোটার আইডি কার্ড এর কপি
৩।চারিত্রিক পত্র কপি
৪।জীবন বৃত্তান্ত কপি
৫।পাসপোর্ট সাইজ এর ২ কপি ছবি
6.শিক্ষার প্রশংসা পত্র ছবি
৭।কাজের অভিজ্ঞতা
৮।ড্রাইভিং লাইসেন্স এর কপি
৯।পাসপোর্ট এর কপি
১০।কাগজ ও কলম