Flid Job Circular 2021 Online Application Form | flid.gov.bd

Flid Job Circular 2021 – পদ, দক্ষতা, যোগ্যতা, বেতন, এবং সম্পূর্ণ বিজ্ঞপ্তি মৎস্য-প্রাণিসম্পদ তথ্য দপ্তর আবেদন ফরম ২০২১ এর জন্য আমন্ত্রিত হয়েছে বিভিন্ন পদে আগ্রহী প্রার্থীরা এই নিম্নলিখিত পদে এবং সমস্ত যোগ্যতার মানদণ্ড অনলাইনে আবেদনের আগে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি পড়তে পারেন।

মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের শূন্য পদগুলোতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৫টি পদে ১১ জনকে নিয়োগ দেওয়া হবে ।

Flid Job Circular 2021 Online Application Form

সংক্ষিপ্ত বিবরণ

নিয়োগ প্রক্রিয়া শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
আবেদনের সময়সীমাআগ্রহীরা আগামী ২১ এপ্রিলের মধ্যে আবেদনপত্র পাঠাতে পারবেন।
অফিসিয়াল ওয়েবসাইটwww.flid.gov.bd
ঠিকানামৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, মৎস্য ভবন (১১ তলা), রমনা, ঢাকা

মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরে চাকরির সারকুলার Flid Job Circular 2021 PDF Download

পদের নামশিক্ষাগত যোগ্যতাবেতন স্কেল
কৃষি তথ্য কেন্দ্র সংগঠক ৩টি।ডিপ্লোমা ইন-লাইভস্টক বা সমমানের ডিগ্রি।১০,২০০-২৪,৬৮০ টাকা।
অডিও ভিজ্যুয়াল ইউনিট অপারেটর ৩টি।
ক্যামেরাম্যান- ০১টি।
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
১০,২০০-২৪,৬৮০ টাকা।
১০,২০০-২৪,৬৮০ টাকা।
ক্যাশিয়ার-কাম-অ্যাকাউনট্যান্ট- ২টি।ব্যবসা শিক্ষা শাখায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।৯,৩০০-২২,৪৯০ টাকা।
অফিস সহকারী-কাম-কম্পিউটার-মুদ্রাক্ষরিক-২টি।উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।৯,৩০০-২২,৪৯০ টাকা।

আবেদন প্রক্রিয়া

চাকরির জন্য নির্ধারিত আবেদন ফরম প্রার্থী স্বহস্তে বা কম্পিউটার টাইপে পূরণ করে নিজ স্বাক্ষরসহ আবেদন করতে পারবেন। আবেদন ফরম মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের ওয়েবসাইটে (flid.gov.bd) পাওয়া যাবে।

আবেদন পাঠানোর ঠিকানা

উপপরিচালক, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, মৎস্য ভবন (১১ তলা), রমনা, ঢাকা-এর বরাবরে অফিস চলাকালে পৌঁছাতে হবে। আবেদনপত্র অবশ্যই ডাকযোগে প্রেরণ করতে হবে। সরাসরি বা হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

বাংলাদেশে চাকরির জন্য কি কি কাগজপত্রের প্রয়োজন ?

Documents required for job interview in bd

যে ১০ টি তথ্য দেওয়া হল চাকরির জন্য
চাকরির আবেদনের জন্য আপনার যে কাগজ গুলি প্রয়োজন যেমন
১।জন্ম সনদ কপি
২।ভোটার আইডি কার্ড এর কপি
৩।চারিত্রিক পত্র কপি
৪।জীবন বৃত্তান্ত কপি
৫।পাসপোর্ট সাইজ এর ২ কপি ছবি
6.শিক্ষার প্রশংসা পত্র ছবি
৭।কাজের অভিজ্ঞতা
৮।ড্রাইভিং লাইসেন্স এর কপি
৯।পাসপোর্ট এর কপি
১০।কাগজ ও কলম

Flid Jobs in Bangladesh
Flid Job Circular 2021 Online Application Form | flid.gov.bd
এপ্লাই করতে উপরে ক্লিক করুন
Flid Job Circular 2021 Online Application Form | flid.gov.bd

নতুন চাকরির খবর সবার আগে পেতে

স্বীকারোক্তিঃ এখানে উপস্থাপিত সকল তথ্যই দক্ষ ও অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহ করা। যেহেতু কোন মানুষই ভুলের ঊর্দ্ধে নয় সেহেতু আমাদেরও কিছু অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে। সে সকল ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং একথাও উল্লেখ থাকে যে এখান থেকে প্রাপ্ত কোন ভুল তথ্যের জন আমরা কোনভাবেই দায়ী নই এবং আপনার নিকট দৃশ্যমান ভুলটি আমাদেরকে নিম্নোক্ত মেইল / পেজ -এর মাধ্যমে অবহিত করার অনুরোধ জানাচ্ছি। ই-মেইলঃ [email protected] অথবা এইখানে ক্লিক করুন।

NFL World Reacts To Aaron Rodgers, Packers Trade Rumor Michael Irvin: 1 NFL Team Is Dallas Cowboys ‘Kryptonite’ NFL World Reacts To Bears’ Justin Fields Decision মেসির শেষ নাচের অপেক্ষায়