(Janata Bank Job Circular 2021) ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত জনতা ব্যাংক লিমিটেড চাকরির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২০২০ সালভিত্তিক ৩১২টি শূন্য পদে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
Table of Contents
Janata Bank Job Circular 2021
প্রতিষ্ঠানের নাম | Janata Bank Limited |
প্রতিষ্ঠানের ধরন | সরকারি |
চাকরির স্থান | ঢাকা |
পোষ্ট | 1টি |
মোট শূন্যপদ | ৩১২টি |
Janata Bank Job Post Details (পদ ও শিক্ষাগত যোগ্যতা)
পদের নাম: অফিসার রুরাল ক্রেডিট (আরসি)
পদের সংখ্যা (Vacancy)– ৩১২
বেতন ও সুযোগ-সুবিধা (Salary)
১৬,০০০-৩৮,৬৪০ টাকা স্কেলে বেতন প্রদান করা হবে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
Janata Bank Job Age Limit (বয়সসীমা)
আবেদনকারী প্রার্থীর বয়স ২১ থেকে সর্বোচ্চ ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ২১ থকে ৩২ বছর। বয়সের ক্ষেত্রে গত বছরের ২৫ মার্চ শেষ দিন গণনা করতে হবে।
Janata Bank Job Application fees (আবেদন মূল্য)
আবেদন ফি ২০০ টাকা। ডাচ্–বাংলা লিমিটেডের পেমেন্ট গেটওয়ে রকেটের মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে। এ সময় জব আইডি নম্বর প্রদান করতে হবে। জব আইডি নম্বর ১০১৫০।
আবেদনের শেষ তারিখ
আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। তবে ভেরিফাই পেমেন্ট এবং ট্র্যাকিং পেজ সংগ্রহ করা যাবে ২৬ জানুয়ারি পর্যন্ত।
How to Apply Janata Bank Job (আবেদন পদ্ধতি)
আবেদন করা যাবে অনলাইনে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীকে erecruitment.bb.org.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর কাংক্ষিত পদ নির্বাচন করে নেক্স বাটনে ক্লিক করলে যে ফরম আসবে তা সঠিক ভাবে পুরন করতে হবে। অতপর সাবমিট করতে হবে। ফরম পুরনের সময় ভুল করলে আবেদন বাতিল হিসেবে গন্য হবে। তাই ফরম সাবমিট করার পূবে অবশ্যই যাচাই করতে হবে।
Janata Bank Job Important Dates (গুরুত্বপূর্ণ তারিখ)
আবেদন প্রকাশিত হয়েছে | ২২.১২.২০২১ |
আবেদন শুরু | ২২.১২.২০২১ |
আবেদন শেষ | ২৪.১.২০২২ রাত ১১.৫৯ পর্যন্ত |
Janata Bank Job Important Links (প্রয়োজনীয় লিঙ্ক)
Official Notice PDF | Download Here |
Official Website | Click Here |
Janata Bank Job Circular 2021 PDF
বাংলাদেশে চাকরির জন্য কি কি কাগজপত্রের প্রয়োজন ?

যে ১০ টি তথ্য দেওয়া হল চাকরির জন্য
চাকরির আবেদনের জন্য আপনার যে কাগজ গুলি প্রয়োজন যেমন
১।জন্ম সনদ কপি
২।ভোটার আইডি কার্ড এর কপি
৩।চারিত্রিক পত্র কপি
৪।জীবন বৃত্তান্ত কপি
৫।পাসপোর্ট সাইজ এর ২ কপি ছবি
6.শিক্ষার প্রশংসা পত্র ছবি
৭।কাজের অভিজ্ঞতা
৮।ড্রাইভিং লাইসেন্স এর কপি
৯।পাসপোর্ট এর কপি
১০।কাগজ ও কলম
Janata Bank Jobs in Bangladesh
নতুন চাকরির খবর সবার আগে পেতে
- National University Job Circular 2022 | NU Job Circular 2022
- ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Dhaka North City Corporation Job Circular 2022
- বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | BADC Job Circular 2022
- ছাত্র-ছাত্রীদের সরকারি আর্থিক অনুদান ২০২২ | Government Student Onudan 2022
- Trust Bank Job Circular 2022 | ট্রাস্ট ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
- Kivabe Online Theke Taka Income Korbo | How to make money online from home
স্বীকারোক্তিঃ এখানে উপস্থাপিত সকল তথ্যই দক্ষ ও অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহ করা। যেহেতু কোন মানুষই ভুলের ঊর্দ্ধে নয় সেহেতু আমাদেরও কিছু অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে। সে সকল ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং একথাও উল্লেখ থাকে যে এখান থেকে প্রাপ্ত কোন ভুল তথ্যের জন্য আমরা কোনভাবেই দায়ী নই এবং আপনার নিকট দৃশ্যমান ভুলটি আমাদেরকে নিম্নোক্ত মেইল / পেজ -এর মাধ্যমে অবহিত করার অনুরোধ জানাচ্ছি। ই-মেইলঃ [email protected] অথবা এইখানে ক্লিক করুন।