Pran RFL Group Job Circular 2021 – পদ, দক্ষতা, যোগ্যতা, বেতন, এবং সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রাণ-আরএফএল গ্রুপ আবেদন ফরম ২০২১ এর জন্য আমন্ত্রিত হয়েছে বিভিন্ন পদে আগ্রহী প্রার্থীরা এই নিম্নলিখিত পদে এবং সমস্ত যোগ্যতার মানদণ্ড অনলাইনে আবেদনের আগে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি পড়তে পারেন।
প্রাণ–আরএফএল গ্রুপ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের সেলস অ্যান্ড টেকনিক্যাল সার্ভিস বিভাগে লোকবল নিয়োগ দেবে। পদের নাম সহকারী পরিচালক। তবে পদের স্যংখ্যা নির্ধারিত নয়। পূর্ণকালীন এ কাজের জন্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
Pran RFL Group Job Circular 2021
সংক্ষিপ্ত বিবরণ
নিয়োগ প্রক্রিয়া | শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। |
বয়সসীমা | ২৪ থেকে ৩৪ বছর |
অফিসিয়াল ওয়েবসাইট | www.pranrflgroup.com |
আবেদন শুরুর তারিখ | আবেদন শুরু হবে ২১ এপ্রিল থেকে। |
প্রাণ আরএফএল গ্রুপে নিয়োগ
Pran RFL Group Job Circular 2021 BD
আবেদনের যোগ্যতা
ভেটেরিনারি মেডিসিন–বিষয়ক ডিগ্রি থাকতে হবে এ পদে আবেদন করতে চাইলে। সংশ্লিষ্ট বিষয়ে ১-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কৃষিকাজ, কৃষিভিত্তিক আইটেম বিপণন, কৃষি ও গবাদি পশুবিষয়ক কার্যক্রম সম্পর্কে জানতে হবে। নারীরা এ পদের জন্য আবেদন করতে পারবেন না। শুধু পুরুষেরা আবেদন করতে পারবেন। অফিস অ্যাপ্লিকেশন সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে আগ্রহীদের। এ পদের আবেদনের বয়সসীমা ২৪-৩৪ বছর।
বেতন ও সুযোগ–সুবিধা
বেতন আলোচনা সাপেক্ষে। টিএ, মুঠোফোন বিল প্রদান। উৎসব ভাতা ও অন্যান্য সুযোগ–সুবিধা কোম্পানির নীতিমালা অনুসারে প্রদান।
আবেদনের শেষ তারিখ: ২১ মে, ২০২১
বাংলাদেশে চাকরির জন্য কি কি কাগজপত্রের প্রয়োজন ?

যে ১০ টি তথ্য দেওয়া হল চাকরির জন্য
চাকরির আবেদনের জন্য আপনার যে কাগজ গুলি প্রয়োজন যেমন
১।জন্ম সনদ কপি
২।ভোটার আইডি কার্ড এর কপি
৩।চারিত্রিক পত্র কপি
৪।জীবন বৃত্তান্ত কপি
৫।পাসপোর্ট সাইজ এর ২ কপি ছবি
6.শিক্ষার প্রশংসা পত্র ছবি
৭।কাজের অভিজ্ঞতা
৮।ড্রাইভিং লাইসেন্স এর কপি
৯।পাসপোর্ট এর কপি
১০।কাগজ ও কলম
Pran RFL Group Jobs In Bangladesh
নতুন চাকরির খবর সবার আগে পেতে
স্বীকারোক্তিঃ এখানে উপস্থাপিত সকল তথ্যই দক্ষ ও অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহ করা। যেহেতু কোন মানুষই ভুলের ঊর্দ্ধে নয় সেহেতু আমাদেরও কিছু অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে। সে সকল ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং একথাও উল্লেখ থাকে যে এখান থেকে প্রাপ্ত কোন ভুল তথ্যের জন আমরা কোনভাবেই দায়ী নই এবং আপনার নিকট দৃশ্যমান ভুলটি আমাদেরকে নিম্নোক্ত মেইল / পেজ -এর মাধ্যমে অবহিত করার অনুরোধ জানাচ্ছি। ই-মেইলঃ [email protected] অথবা এইখানে ক্লিক করুন।